কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মা ও তার তিন বছরের শিশু সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মাসুদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ছাতিরচর এলাকায় নিজ বসতঘর থেকে শোকতারা বেগম (২৫) ও তার শিশু সন্তান মাহিমের (৩) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শোকতারা বেগমের বাবার বাড়ি থেকে পাঠানো রান্না করা খাবার খেয়ে স্বামী-সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ শোকতারা।
বুধবার সকালে গৃহবধূর স্বামী মাসুদ মিয়া ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী-সন্তান ঘুমাচ্ছে। পরে তাদের ঘুম থেকে উঠানোর জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে নিকলী থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলের মৃতদেহ উদ্ধার করে।
মাসুদ মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তার স্ত্রী শোকতারা রাতে খুব গরম লাগছে বলে মাটিতে বিছানা পেতে কোলের শিশু মাহিমকে নিয়ে ঘুমিয়ে পড়েন। আর সে খাটের ওপর ঘুমায়। সকালে অনেক ডাকাডাকি করার পরও তারা জেগে না উঠায় পুলিশকে খবর দেয়।
নিকলী থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শোকতারার বাবার বাড়ি থেকে পাঠানো খাবার পরীক্ষার জন্য বৃহস্পতিবার ঢাকার মহাখালী পরীক্ষাগারে পাঠানো হবে।
মন্তব্যসমূহ