স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজের হায়দরাবাদ প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন।
রোববার পাঞ্জাবের মাঠে টসে হেরে শুরুতে বল করতে নেমেছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।আগে ব্যাট করে তাদের
১৮০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে পাঞ্জাব। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন হাশিম আমলা।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে বড় ধরণে জয় তুলে নেন মুস্তাফিজরা। হায়দরাবাদ দলের পক্ষে ৫২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এছাড়া ও ২৪ বলে ৪২ রান করেন যুবরাজ সিং, হুদা ৩৪, শিখর ধাওয়ান ২৫ ও বেন কাটিং ১৮ রান করেছেন।
এদিন টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের তরুণ পেসার কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান।
পাঞ্জাবের অধিনায়ক মুরালি বিজয় উইকেট দিয়ে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কাটার মাস্টার। এদিন মুস্তাফিজ ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন।
মন্তব্যসমূহ