গাজীপুরে মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া, হাউজিসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া, হাউজিসহ অনৈতিক কর্মকা- বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে গতকাল শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুরের মাওনা এলাকার প্রশিকা মোড়ে বিভিন্ন মসজিদের মুসল্লীদের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোব্ধ মুসল্লিরা স¤প্রতি শুরু হতে যাওয়া প্রশিকা মোড়ে একটি যাত্রা প্যান্ডেল আংশিক ভাংচুর করে। মানববন্ধনে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, শ্রীপুরে বিভিন্ন এলাকায় যাত্রার নামে চলমান জুয়া, হাউজি সহ যে অশ্লীলতা চলছে তা অচিরেই বন্ধ না হলে এলাকার শিশু থেকে শুরু করে স্কুল-কলেজগামী কিশোররা পথভ্রষ্ট হবে। লটারি ও যাত্রার টাকা যোগার করতে বিভিন্ন বয়সী শিশু-কিশোরেরা অপরাধপ্রবণ হয়ে উঠছে। স¤প্রতি শুরু হতে যাওয়া মাওনা এলাকার প্রশিকা মোড়ের যাত্রার বিষয়ে তারা বলেন, একটি চক্র সারা বাংলাদেশে বিশেষ করে জনবহুল এ অঞ্চলে (শ্রীপুর) এ ধরনের অনৈতিক আয়োজন করে চলছে। তারা বলেন, ওই চক্র প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি ও স্থানীয় ক্ষমতাধরদের যোগসাজশে প্রশিকা মোড়ে একটি যাত্রা প্যান্ডেল তৈরি করছে। এলাকার সচেতন জনগণ এ ধরনের আয়োজন এখানে হতে দেবে না। অনতি বিলম্বে এ আয়োজন বন্ধ করতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্যসমূহ