ভালুকায় পৃথক স্থানে ২জনের আত্নহত্যা

ভালুকার পল্লীতে স্বামীর সাথে ঝগড়া করে ফাঁসিতে ঝুলে স্ত্রী ও সৎ মায়ের সাথে ঝগড়া করে বিষপানে কলেজ ছাত্র আত্নহত্যা করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্লাব গ্রামের সুমন মিয়ার স্ত্রী তানিয়া আক্তার(২০) স্বামীর সাথে ঝগড়া করে ঘরের আঁড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে।
অপর ঘটনাটি ঘটে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে। সৎ মায়ের সাথে ঝগড়া করে উল্লেখিত এলাকার ছফির উদ্দিনের পুত্র হুমায়ুন কবির (১৯) গত ১৬ মে সোমবার বিষপান করে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে প্রথমে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে গত রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে স্থানীয় একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে বলে স্থানীয়রা জানায়।

মন্তব্যসমূহ