ঢাকা: রাজধানীর মিরপুরে জামায়াতের ডাকা হরতাল ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ১৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে আল আমিন, ইমন, কালাম, কোরবান, হাবিব, মনোয়ার, শামীম-১, মনির, রাফি, জাকির, সুজন, শুভ, সবুজ, ইব্রাহিম ও শামীম-২ এর নাম জানা গেছে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এমপি আসলাম গ্রুপের লোকজন হরতাল বিরোধী মিছিল নিয়ে যাচ্ছিল। এসময় সংরক্ষিত নারী আসনের এমপি সাবিনা আক্তার তুহিন সমর্থিত একটি গ্রুপ হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এতে ১৪ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ফাঁকা গুলি ছোঁড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, হাসপাতালে আসা আহতদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে জাকির হোসেনের অবস্থা গুরুতর।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ জানান, রবিবার হরতালবিরোধী মিছিল নিয়ে দুই এমপির সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্যসমূহ