প্রায় দুই ঘণ্টার চেষ্টায় কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বাপক বাহিনী। এ ঘটনায় বাজারে অন্তত ২০০ দোকান পুড়েছে। রোববার রাতে জনতা টাওয়ারের পেছনের টিনশেডের দোতলা হাসিনা মার্কেটের পুড়ে যাওয়া এই দোকানগুলোর অধিকাংশই ছিল মসলার আড়ত।
এর বড় অংশে ছিল আদা, রসুন, পিঁয়াজ, মরিচের আড়ত। হলুদ-মরিচ গুঁড়া করার কিছু মিলও ছিল। পাশাপাশি লেপ তোষকের দোকান এবং খাবার দোকানও ছিল সেখানে।
রোববার রাত পৌনে ৮টার দিকে হাসিনা মার্কেটে এ ভয়াবহ অগ্নিকণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা তানহারুল ইসলাম জানান, অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে আগুন নেভাতে কাজ শুরু করে। রাত সাড়ে ৯টায়ই আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান অগ্নিনির্বাপক বাহিনীর কর্তব্যরত কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থলে রয়েছেন। টিনশেড দোতলা হাসিনা মার্কেটের একটি বড় অংশ আদা, রসুন, পিয়াজ, মরিচের পাইকারি মার্কেট।
এছাড়া উত্তর অংশে হলুদ-মরিচ গুঁড়া করার মিল রয়েছে। পাশপাশি লেপ তোষকের দোকান এবং খাবার দোকানও রয়েছে সেখানে।
পাইকারি মার্কেটের এক দোকান কর্মচারী জানান, 'উত্তর-পূর্ব কোণে প্রথম আগুন লাগে। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে'।
এই অগ্নিকাণ্ডের ঘণ্টাখানেক আগেই রাজধানীজুড়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে গাছ ও বিলবোর্ড ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার কথাও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
মন্তব্যসমূহ