ভালুকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের জের হিসেবে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর ঘটনায় চার শ্রমিকের নাম উল্লেখসহ সাড়ে ৪ হাজার মিল শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার সকালে উপজেলার কাঠালী রাসেল মিলের সুয়িং সেকশনের শ্রমিক উপজেলার পানিবান্দা গ্রামের নুরু মিয়ার ছেলে জিয়াউর রহমান জাকির (২৫) মিলের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা প্রায় তিন ঘন্টা মহসড়ক অবরোধ ও একটি গাড়ি ভাঙচুর করে। ওই সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও অর্ধশাতাধিক রাবারবুলেট এবং শর্টগানের গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় সরকারী কাজে বাঁধা ও গাড়ি ভাঙচুর ঘটনায় ওইদনই ভালুকা মডেল থানার এসআই ফারুক হোসেন বাদি হয়ে উপজেলার হবিরবাড়ি গ্রামের মিল শ্রমিক আনোয়ার (৩০), তোষার (১৯), লিঙ্কন (২৩) ও সোহরাবের (৪৭) নাম উল্লেখসহ সাড়ে ৪ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা (নম্বর-২৬, ধারা-১৪৩, ৩৪১,১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৪২৭ দন্ডবিধি) দায়ের করেছেন।
মন্তব্যসমূহ