ভালুকায় ব্যাংকে টাকা জমা দেয়ার সময় ছুরিকাঘাত করে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ৭লাখ টাকা ছিনতাই হয়েছে। বুধবার ভালুকা বাজার রোড ন্যাশনাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ তুহিম নামে একজনকে আটক করেছে। ব্যাংকে সিসি ক্যামেরায় পুরো ঘটনাটি ধারণ হয়। পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামীদের সনাক্ত করেছেন। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ধীতপুর ইউনিয়নের বিএনপির মনোনয়ন প্রাপ্ত (ধানের শীষ) চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন জজ মিয়ার ৭ লাখ টাকা জমা দেয়ার জন্য পাশের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নাছির উদ্দিন সরকার ভালুকা বাজার রোডে ন্যাশনাল ব্যাংকে যান। এ সময় উঁৎ পেতে থাকা ৩জনের একটি ছিনতাইকারীদল নাছির উদ্দিনের পথরোধ এবং তার বাম হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়।
বাজারের ব্যবসায়ী সহ একাধিক ব্যক্তি জানায়,টাকা ছিনতাই করে পালানোর সময় বাজারের পাচ রাস্তার মোড় থেকে ছিনতাইকারীদের কাছ থেকে টাকা উদ্ধার করলেও ছিনাতকারীরা পালিয়ে যায়। সিসি টিভি ফুটেজ দেখে মনে হয় পুরো বিষয়টি সিনেমার মতো।
এ ব্যাপারে আহত নাছির উদ্দিন জানান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলকে উপজেলার ৪ নম্বর ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রথম মনোনয়ন দেয়া হয়। কিন্তু পরবর্তীতে দলের হাইকমান্ড তাকে বাদ দিয়ে সাবেক চেয়ারম্যান মীর তোফাজ্জল হোসেন জজ মিয়াকে মনোনয়ন দেন। ওই ঘটনার জের হিসেবে রকিবুল হাসান রাসেলের ভাই জনি, রনি ও তুহিনে নেতৃত্বে একটি ছিনতাইকারীদল বিএনপির প্রার্থী জজ মিয়ার ব্যাংক ঋণের ৭ লাখ টাকা নাছির উদ্দিন সরকার জমা দিতে গেলে টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। মনোনয়ন বাছায়ের পর পুলিশ রকিবুল হাসান রাসেলকে নিরাপত্তা হেফাজতে থানায় নিয়ে যায়। সন্ধ্যার পুর্বেই তাকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে রকিবুল হাসান রাসেল জানান, এ ধরণের ঘটনার সাথে আমার ভাই বা সমর্থক জড়িত নয়। ছিনতাইয়ের ঘটনাটি একটি সাজানো নাটক।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী জানান, ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রকিবুল হাসান রাসেলকে নিরাপত্তা হেফাজতে থানায় নিয়ে আসার পর পরিবেশ স্বাভাবিক হওয়ার পর সন্ধ্যার পূর্বেই তিনি চলে যান। ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নির্দিষ্ট সময়ে খেলাপী ঋণের টাকা ব্যাংকে জমা দিতে না পারায় বিএনপির প্রার্থী মীর তোফাজ্জল হোসেন জজ মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে ধীতপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলার প্রকৌশলী মো: কবির উদ্দিন শাহ জানান।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় নাসির উদ্দিন সরকার বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার নম্বর ১৬ তারিখ-১১/০৫/২০১৬। তুহিনকে এ ঘটনায় পুলিশ গ্রেফতার দেখিয়েছে।
মন্তব্যসমূহ