ফুলবাড়ীয়ায় প্রিজাইডিং অফিসারসহ গ্রেফতার ২০


নৌকা মার্কায় ‘জালভোট’ দেয়ার সহযোগিতা করার অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ।

একই অভিযোগে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ও তিনজন পোলিং অফিসার এবং আওয়ামী লীগের ১২জন এজেন্টকে আটক করেছে পুলিশ।

পরে ভোটকেন্দ্রটি স্থগিত করা হয়।

ময়মনসিংহ পুলিশের সহকারি পুলিশ সুপার নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট রয়েছেন বলেও জানান তিনি।

এছাড়া নৌকার সমর্থকরা বড়বিলাস সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এক ঘণ্টা ভোটগ্রহন বন্ধ থাকে।

এদিকে এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি কক্ষে ‘নৌকা’ প্রতীক ও মেম্বার পদে ‘বক’ মার্কায় সীলমারা কয়েকটি ব্যালট পাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং অফিসার মজিবুর রহমান।এ সময় নৌকার দুই সমর্থককে হাতেনাতে আটক করে পুলিশ।

দেওখোলা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকরা ভোটকেন্দ্র দখল করে সহকারী প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলামের নিকট থেকে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নেয়ায় আজাদ নামে একজনকে আটক করে পুলিশ।

নাওগাঁও শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই কেন্দ্রে দুই ঘন্টা ভোটগ্রহন স্থগিত থাকে।

এদিকে চতুর্থ দফায় ময়মনসিংহ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি ছিল।

মন্তব্যসমূহ