ময়মনসিংহে রমজান হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর রমজান আলী হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন। ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া বিষয়টি জানান।
দন্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশালের সাখুয়া ইউনিয়নের আখরাইল গ্রামের নাসিরুল হক, আব্দুল আওয়াল মেম্বার, গন্ডখোলা গ্রামের সুমন মিয়া, আলমগীর কবির, আব্দুল বাতেন, হুমায়ূন কবির, সিরাজুল ইসলাম ও জিয়াউদ্দিন ওরফে জিদ্দি।
আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর রাতে একদল ডাকাত ঘরে ঢুকে রমজান আলীকে কুপিয়ে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়।
পরে এ ঘটনায় নিহত রমজান আলীর ছেলে আরিফ রব্বানী বাদী হয়ে ওই বছরের ৩১ সেপ্টেম্বর ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
অবশেষে মঙ্গলবার আদালত মামলার সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত ১০ আসামির মধ্যে ইতোমধ্যে দু’জন মারা গেছেন। বাকি ৮ আসামির মধ্যে ৭ জন বর্তমানে কারাগারে রয়েছেন ও জিয়াউদ্দিন ওরফে জিদ্দি পলাতক।

মন্তব্যসমূহ