বজ্রপাতে নিহত ১ ও আহত ১

মোঃ মমিনুল ইসলাম, ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় বজ্রপাতে এক মিল শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিরবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার ২নং গৌরিপুর ইউনিয়নের শালীহর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাদসান মিলের শ্রমীক শরীফ বেগ ওরফে হালিম (২১) ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে উপজেলার জামিরদিয়া পূবপাড়ায় অবস্থিত সাদসান মিলের সামনের রাস্তায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় একই মিলের শ্রমীক গফরগাঁও উপজেলার জাহাঙ্গীর আলম (২৮) আহত হন। আহত জাহাঙ্গীর আলমকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
নিহত শরীফ বেগ ওরফে হালিম এর লাশ তার পরিবার দাফন করার জন্য গ্রামের বাড়িতে নিয়ে গেছে বলে জানা যায়। নিহত শরীফ বেগ ওরফে হালিম, তার বড় ভাই সেলিম ও জাহাঙ্গীর আলম পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার আবু বকর সিদ্দিকের বাসায় ভাড়া থেকে চাকুরী করতো।

মন্তব্যসমূহ