ভালুকায় ৫’শ হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

ভালুকার মেদুয়ারী দাখিল মাদ্রাসায় কুয়েত সরকারের অর্থায়নে ৫’শ হতদরিদ্র মানুষের মাঝে ২০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা বাংলাদেশ বেতার ও টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা আজিজুর রহমান কর্তৃক কুয়েত সরকারের নিকট আবেদনের প্রেক্ষিতে কুয়েত সরকার এ খাদ্য সামগ্রী বরাদ্দ প্রদান করেন।
খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ১২ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ কেজি তৈল রয়েছে। শনিবার দুপুরে উপজেলার মেদুয়ারী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ৫’শ জন হত দরিদ্রের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উদ্যোক্তা মাওলানা আজিজুর রহমান, মেদুয়ারী ইউপি আ”লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হাসমত মাস্টার, যুবলীগ সভাপতি খাদেমুল ইসলাম, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিল্টন মোল্লা ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

মন্তব্যসমূহ