মুস্তাফিজ ও কোহলিকে নিয়ে টুইটারে ঝড়!




মুস্তাফিজ ও কোহলিকে নিয়ে টুইটারে ঝড়!
আইপিএলে দারুণ বোলিং করে প্রতিটি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত আইপিএলে ৭ ম্যাচ খেলে ৮ উইকেট দখল করেছেন মুস্তাফিজ।

এর মধ্যে গতকাল বেঙ্গালুরুর বিপক্ষে বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়ে ওঠা বিরাট কোহলিকেও আউট করেছেন। যে কোহলি আইপিএলের প্রতিটি ম্যাচেই বিধ্বংসী ছিলেন। সেই কোহলিকেই নিজের অফ কাটের ঘায়েল করলেন মুস্তাফিজ।

কোহলি ছাড়াও আইপিএলে ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল ও শন মার্সের মতো বিধ্বংসী ব্যাটসম্যানদের আউট করেছেন মুস্তাফিজ।

তবে গতকাল বিরাট কোহলির উইকেট দখলের পরই এ দুজনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঝড় উঠে। এর মধ্যে জনপ্রিয় ক্রিকেট সাইড ইএসপিএন তাদের টুইটার অ্যাকাউন্টে লিখে, আইপিএলের এ সিজনে কোহলি এ প্রথম রান করতে ব্যর্থ হলেন। কারণ একজনই মুস্তাফিজুর রহমান!

এদিকে হায়দরাবাদ তাদের অফিসিয়াল পেজে লিখেছে, কোহলি গন! দ্যা ফিজ কোহলিকে মুক্ত করে দিলেন! সত্যই অনেক মূল্যবান উইকেট।

মন্তব্যসমূহ