ক্যানাডার দাবানল আরও ভয়ঙ্কর হয়ে উঠছে

160506142749__89613360_fortmcmurray-damagedneighbourhood


    ক্যানাডার কর্মকর্তারা বলছেন ফোর্ট ম্যাকমারে শহরে যে দাবানল শুরু হয়েছিল চারদিন আগে, তা এখনও আয়ত্তে আনা সম্ভব হয় নি।
তারা বলছেন এই দাবানল আগামী ২৪ ঘন্টায় দ্বিগুণ আকার নিতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এই মুহূর্তে এই দাবানল জ্বলছে নিউ ইয়র্ক শহরের আয়তন জুড়ে। দমকা বাতাসের বেগে এবং শুকনো ডালপালার কারণে তা আরও বিস্তার লাভ করছে।
শহরের ৮০ হাজারের বেশি মানুষ সবাই শহর ছেড়ে নিরাপদ জায়গায় সরে গেছে, কিন্তু এই আগুন এখন শহরের সীমানা ছাড়িয়ে বাইরে ধেয়ে যাচ্ছে।
দক্ষিণগামী দেড় হাজারের মত গাড়িও শুক্রবার মাঝপথে আটকে গেছে কারণ আগুনের মধ্যে দিয়ে চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
ইতিমধ্যে আগুন এক হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে জ্বলছে।
দাবানল নির্বাপণ ব্যবস্থার প্রধান জানাচ্ছেন শনিবার এই আগুন দ্বিগুণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে বলে তাদের ধারণা।
তবে তা শহরের উত্তরপূর্বে প্রত্যন্ত জঙ্গল এলাকার দিকে যাচ্ছে বলে তিনি জানান।
আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে আছে এবং বাতাসে আগুনের হল্কা এলাকার তাপমাত্রাও বাড়িয়ে দিয়েছে। প্রচুর উঁচু উঁচু গাছপালাও পুড়ে গেছে।
একজন কর্মকর্তা বলেছেন আগুনের শিখা যেভাবে চারপাশে শাখার মত শুঁড় ছড়াচ্ছে তাতে মানুষের এর মধ্যে আটকা পড়ে যাবার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফোর্ট ম্যাকমারে শহরে কেউ আটকা পড়ে আছেন কীনা- বিশেষ করে গৃহহীন কোনো মানুষ -তা কর্তৃপক্ষ খুঁজে দেখছে।

মন্তব্যসমূহ