মাওলানা নিজামীর ভাঙ্গা ঘর এবং ভিতরে হারিকেন!

থাকা অবস্থায় অনেকেই তার বাড়িতে হয়ত প্রবেশ করতে পারেনি কিন্তু তার মুত্যুর পর তার ভাঙ্গা ঘর, খাট এবং ভিতরে হারিকেন দেখে নিজেদের কান্না ধরে রাখতে পারেনি স্থানীয় এলাকাবাসী এবং তার দলের নেতা কর্মীরা।
তার বাড়িতে আসা সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ছিল নিজামী কি আসলেই একজন মন্ত্রী ছিলেন নাকি অন্য কিছু? বাহিরে থেকে তার বাড়ির অবস্থা ছিল কিছুটা ভাঙ্গা এবং বিতরে ডুকতেই যা দেখতে পাওয়া যায় তা দেখে নিজেদের ধরে রাখতে পারলনা স্থানীয়রা।
সকলেই বলতে শুরু করেন একজন মন্ত্রী ছিলেন তিনি তার বাড়ি একজন স্থানীয় মেম্বারের চেয়ে খারাপ। সে এবং তার পরিবার এখানে থাকতনা ঠিক আছে কিন্তু একজন একটা ঘর এভাবে পরে থাকবে তা কখনই মেনে নেওয়া যায়না।
সকালে তার প্রথম জানাযা শেষে তার ছেলের পিছু ধরে নেতা কর্মীরা তার বাড়িতে প্রবেশ করতেই ভাঙ্গা ঘর এবং বিতরের অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পরে।

মন্তব্যসমূহ