জানা যায়, সকালে উপজেলার খারুয়ালী গ্রামের শাহ আলমের শিশুকন্যা স্থানীয় মেধাবিকাশ কিন্ডার গার্টেন এন্ড কোচিং সেন্টারের প্লে ক্লাসের ছাত্রী ফাতেমা আক্তার সিএনজি চালিত অটোরিক্সায় স্কুলে যাচ্ছিল। সিএনজি থেকে স্কুলের সামনে নেমে রাস্তা পারাপারের সময় ভালুকা-রাজৈ সড়কে দর্গারটেক নামক স্থানে একটি ইজিবাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় নিহত ফাতেমার সহপাটিসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্যসমূহ