মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে মা মেয়ের ভোট যুদ্ধে মা বিজয়ী হয়েছেন। শনিবার এ উপজেলার ৮ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গোড়াই ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নুরুন নাহার আক্তার শিউলী এবং তার মেয়ে সাহেদা আক্তার দুইজনেই ভোট যুদ্ধে অবতীর্ণ হন।
মা নুরুন নাহার আক্তার শিউলীর প্রতীক ছিল হেলিকপ্টার এবং মেয়ে সাহেদার প্রতীক ছিল সূর্যমুখী ফুল। মা মেয়ের এই ভোট যুদ্ধে কে হারে কে জিতে তা নিয়ে ভোটারদের মধ্যে ছিল প্রচ- কৌতুহল। অবশেষে ভোটে মা শিউলী আক্তার ৩ হাজার ৫১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বিজয়ী নুরুন নাহার শিউলী আক্তার শিউলী বলেন আল্লাহর রহমতে জনগণের বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হয়েছি।
মন্তব্যসমূহ