- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আবার একই ম্যাচে জ্বলে উঠল ‘এমএসএন’ ত্রয়ী। অদম্য রূপে ফেরা বার্সেলোনাকে তাই আটকাতে পারল না এসপানিওল। ৫-০ গোলের দুর্দান্ত জয়ে লা লিগার শিরোপা ধরে রাখার শেষ ধাপে পৌঁছে গেছে লুইস এনরিকের দল।
কাম্প নউতে দুর্দান্ত এক ফ্রি-কিকে লিওনেল মেসি বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন লুইস সুয়ারেস। রাফিনিয়া ব্যবধান বাড়ানোর পর বড় জয় নিশ্চিত করেন নেইমার।
শেষ ম্যাচে গ্রানাদাকে হারালেই চ্যাম্পিয়ন হবে ৮৮ পয়েন্ট পাওয়া বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে ঠিক পেছনেই আছে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে ঘরের মাঠে ভালেন্সিয়াকে ৩-২ ব্যবধানে হারানো রিয়াল মাদ্রিদ।
শিরোপা জিততে হলে শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে হারানোর পাশাপাশি বার্সেলোনার অমঙ্গল কামনা করতে হবে জিনেদিন জিদানের দলের।
লেভান্তের কাছে ২-১ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়া আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৮৫।
দুই মিনিট পরই স্কোরশিটে নাম লেখাতে পারতেন সুয়ারেস। খুব কাছ থেকে উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ডের শট ঠেকান গোলরক্ষক। ফিরতি বলে মেসির পাস থেকে বল জালে জড়িয়েছিলেন রাকিতিচ। তবে রেফারি বাজান অফসাইডের বাঁশি।
৩১তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল অতিথিরা। তবে হেড করে বল বিপদমুক্ত করেন জেরার্দ পিকে।
৬১তম মিনিটে কর্নার থেকে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেস। লা লিগার এই মৌসুমে সর্বোচ্চ ৩৭টি গোল করে পিচিচি ট্রফি জয়ের পথে আছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর গোল ৩৩টি।
বার্সেলোনার আক্রমণের কোনো জবাব ছিল না এসপানিওলের। ৭৪তম মিনিটে নেইমারের বাড়ানো বল গোলরক্ষকের হাত ফসকে গেলে গোল করেন সুযোগসন্ধানী রাফিনিয়া।
৮৩তম মিনিটে দানি আলভেসের উঁচু পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে বাঁয়ে নেইমারকে দেন সুয়ারেস। বল জালে পৌঁছে লিগে নিজের ২৪তম গোলটি করতে কোনো ভুল করেননি ব্রাজিল অধিনায়ক।
লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ ৫ দল
দল
|
ম্যাচ
|
জয়
|
ড্র
|
হার
|
গোল পার্থক্য
|
পয়েন্ট
|
বার্সেলোনা
|
৩৭
|
২৮
|
৪
|
৫
|
৮০
|
৮৮
|
রিয়াল মাদ্রিদ
|
৩৭
|
২৭
|
৬
|
৪
|
৭৪
|
৮৭
|
আতলেতিকো মাদ্রিদ
|
৩৭
|
২৭
|
৪
|
৬
|
৪৩
|
৮৫
|
ভিয়ারিয়াল
|
৩৭
|
১৮
|
১০
|
৯
|
১১
|
৬৪
|
সেল্তা ভিগো
|
৩৭
|
১৭
|
৯
|
১১
|
-৬
|
৬০
|
মন্তব্যসমূহ