ওরে পরদেশী নাইয়া
ওরে অচিন গাঁয়ের বন্ধুরে,
আমারে সরলা পাইয়া
কত জনম কাঁন্দাইলি রে.. /
তোর পিরিতে এতো জ্বালা
বুঝি নাই রে আগে,
দিবা -নিশি কাটে আমার
রাগে -অনুরাগে/
পারঘাটাতে শুনি কত
মাঝির পারাপার,
আমি এক নজরে তোরে দেখলাম না
এই না নদীর ধার /
আশ্বিন গেল, ভাদ্র গেল
তোর পন্থ চাইয়া,
মোর নয়নেতে জং ধরিলো
তোর লাগি কাঁন্দিয়া কাঁন্দিয়া /
এলো কেশে পাগলিনী বেশে
ঘুরি দেশে দেশে,
আমি যে তোর আপন ছিলাম
ওরে তুই বুঝবি একদিন শেষে /
কত গানে, কত কবিতায়
আমি ডাকিয়াছি তোর নাম,
কোন ছলনায় আমারে তুই রইলি ভুলে!
এই কি রে তোর ভালবাসার দাম?
ওরে অচিন গাঁয়ের বন্ধুরে,
আমারে সরলা পাইয়া
কত জনম কাঁন্দাইলি রে.. /
তোর পিরিতে এতো জ্বালা
বুঝি নাই রে আগে,
দিবা -নিশি কাটে আমার
রাগে -অনুরাগে/
পারঘাটাতে শুনি কত
মাঝির পারাপার,
আমি এক নজরে তোরে দেখলাম না
এই না নদীর ধার /
আশ্বিন গেল, ভাদ্র গেল
তোর পন্থ চাইয়া,
মোর নয়নেতে জং ধরিলো
তোর লাগি কাঁন্দিয়া কাঁন্দিয়া /
এলো কেশে পাগলিনী বেশে
ঘুরি দেশে দেশে,
আমি যে তোর আপন ছিলাম
ওরে তুই বুঝবি একদিন শেষে /
কত গানে, কত কবিতায়
আমি ডাকিয়াছি তোর নাম,
কোন ছলনায় আমারে তুই রইলি ভুলে!
এই কি রে তোর ভালবাসার দাম?
মন্তব্যসমূহ