ভালুকায় ০৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলার ০৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নের আ’লীগ মনোনীত (নৌকা প্রতিক) চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে ভালুকা সদর থেকে ২০ কিলোমিটার দূর তিনি নিজ এলাকা থেকে শতাধিক মোটরসাইকেলের শোডাউন নিয়ে উপজেলা পরিষদ চত্তরে জমায়েত হন এবং কিছুক্ষণ অবস্থানের পর পূণরায় শোডাউনের মাধ্যেমে নিজ এলাকায় ফিরে যান বলে অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর লোকজন অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম শোডাউনের বিষয়টি অস্বীকার করলেও তার কর্মী-সর্মথকরা বিষয়টি স্বীকার করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মো: শফিকুল ইসলাম জানান, তফসিল ঘোষণার পর থেকে কোনরুপ শোডাউন করা যাবেনা।
ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আজম খান জানান, যদি কোন প্রার্থী মোটরসাইকেল শোডাউন করে থাকেন তবে তা আচরণবিধি লঙ্ঘন করেছেন। অভিযোগ পেলে প্রায়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্যসমূহ