ফুলপুরে ৩ বছরের ছেলে শিশু ধর্ষণ

PhultaraNews24.com's photo.
নিজস্ব প্রতিবেদক ফুলপুর:
ফুলপুরে প্রাইভেট পড়তে গিয়ে এক স্কুলছাত্রীর সর্বনাশ হয়েছে। এই ঘটনার ৮ মাস পার হতে না হতেই ছাত্রী ধর্ষক মোসলেম উদ্দিনের সহোদর ভাতিজা এমন ঘটনার জন্ম দেয়।বৃহস্পতিবার সকাল ৯টার সময় ৩ বছরের ছেলে শিশু জিহাদ খেলতে বের হলে জাকির হোসেন (১৪) জিহাদকে জোর করে জঙ্গলে নিয়ে যায়।জিহাদকে জোর পূর্বক বায়ু ধর্ষণ করতে চাইলে চিৎকারের এক পর্যায়ে জাকির জিহাদের মুখে চাপা দিয়ে ধর্ষণ করলে জিহাদ জ্ঞান হারিয়ে ফেলে।জাকির জিহাদকে পাটখেতে ফেলে বের হয়ে যাবার সময় নির্মল ও জামাল দেখলেও প্রকৃত ঘটনা তারা বুঝতে পারেনি।কিছুক্ষণ পর জিহাদের গলার আওয়াজ শুনে নির্মল ও জামাল পাটখেতের ভিতরে প্রবেশ করে জিহাদকে উদ্ধার করে বাড়িতে আনে অবস্হা আশংকা জনক দেখে ফুলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেবার পর অচেতন জিহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য যে,ধর্ষক জাকির হোসেন আরেক স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত মোসলেম উদ্দিনের ভাই নূর মোহাম্মদের ছেলে।৩ বছর বয়সের জিহাদের পিতার নাম হালিম উদ্দিন সাহাপুর বাজারে ফার্নিচারের দোকানের মালিক। এই রকম ঘটনার পর এলাকার সবার মনে প্রশ্ন হলো আমাদের ৩ বছরের শিশু কি তা হলে নিরাপদ নয়।

মন্তব্যসমূহ