রবিবার আইপিএলে নিজের সেরা বোলিং করেন দি ফিজ খ্যাত বাংলাদেশের কাটার মাস্টার। মুম্বাই এর বিপক্ষে ৩ ওভার বল করে তিন উইকেট পকেটে পুরেন এই বোলিং যাদুকর। ১৬ রান খরচায় ৮ টি ডট বল দিয়ে মুস্তাফিজ তুলে নেন পান্ডি, মেকলেনাঘান আর সাউদির উইকেট।
এটাই আইপিএল ক্যারিয়ারে তার সেরা বোলিং। এর আগে তার সেরা বোলিং ছিল ৯ রান দিয়ে দুই উইকেট। পাঞ্জাবের সাথে অই ম্যাচে হয়েছিলেন ম্যান অফ দি ম্যাচ। এছাড়া ব্যাঙ্গালুরু ও গুজারাটের বিপক্ষেওও জোড়া উইকেট শিকার করেছেন মুস্তা। এছাড়া চার ম্যাচে একটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ । উইকেট শূন্য ছিলেন কেবল পুনের বিপক্ষে ম্যাচে। প্রতিদিন কুড়াচ্ছেন ধারাভাষ্যকারদের প্রশংসা। টিমমেট আর ম্যানেজমেন্ট ভাসাচ্ছে অভিনন্দনে।
সব মিলিয়ে ১৩ উইকেট শিকার তার। আছেন উইকেট শিকারি বোলারের তালিকার ২ নম্বরে। এভাবে খেলতে থাকলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যেতে পারেন দি ম্যাজিশিয়ান।
মন্তব্যসমূহ