ময়মনসিংহে বিজয়ী বিএনপি সমর্থদের উপর হামলা: আহত ৮

hmla
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জে বিএনপির বিজয়ী হওয়ার জের ধরে প্রতিপক্ষদের হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে আজ রবিবার হামলার ঘটনা ঘটানো হয় বলে বিএনপির নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ময়মনসিংহ পরানগঞ্জ ইউনিয়নের বীরবওলা গ্রামে ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হন। তাঁর প্রতিপক্ষ সরকার সমর্থিত জাতীয় পার্টির (এরশাদ)প্রার্থী জমসেদ আলী পরাজিত হন। সহ্য করতে না পেয়ে, বীরবওলা গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়ী সদস্য প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালান জমসেদের লোকজন । এ সময় আহত হয় আটজন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিরা হলেন এনামুল, ওমর ফারুক, শাহজাহান, মোকাররম, মনজুরুল, মুকসেদুল, মিয়া হোসেন ও শাহীন। গুরুতর আহত এনামুলকে ঢাকায় পাঠানো হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সম্পর্কিত অন্যান্য খবর

মন্তব্যসমূহ