ভালুকায় ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপির প্রার্থী মীর তোফাজ্জল হোসেন জজ মিয়া তার ঋণের টাকা পরিশোধ করে দায়মোচনপত্র রির্টানিং অফিসারকে প্রর্দশন করলেও তিনি তা গ্রহণ না করে মনোনয়নপত্র বাতিল করে দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,বুধবার মনোনয়নপত্র বাছাইকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী মীর তোফাজ্জল হোসেন জজ মিয়ার ঋণ খেলাপীর অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। ইউনিয়নের ৬ ন ওয়ার্ডের মেম্বার প্রার্র্থী খলিলুর রহমান, একই ইউনিয়নের ৪,৫ ও ৬ ন ওয়ার্ডের সংরক্ষিত (নারী) প্রার্থী আরিফা আক্তার একদানা, ভালুকা ইউনিয়নের ৩ ওয়ার্ডের আব্দুল ওয়াহাব খান ও মল্লিকবাড়ি ইউনিয়নের ৪ ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হাশেমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সমর্থনকারী ও প্রার্থীর ভোটার তালিকার মিল না থাকা, ঋণ খেলাপী ও প্রার্থীর স্বাক্ষর না থাকার কারণে এসব ব্যক্তিদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মন্তব্যসমূহ