বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে ছাত্র সমাজের নেতৃবৃন্দসহ জাপা নেতারাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দিপুর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে আহসান উল্লাহ মাস্টারের প্রকুত হত্যাকারীদের খুজে বের করার স্বার্থে মামলটি পূনরায় তদন্ত করার দাবি জানান।
বক্তারা বলেন, আমাদের বিশ্বাস মামলাটি সঠিক ও নিরপেক্ষ তদন্ত হলে নুরুল ইসলাম দিপু বেকসুর খালাস পাবে। একটি স্বার্থেন্বেষী মহল চক্রান্ত করে একদিকে যেমন গাজীপুরের জননন্দিত নেতা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করে গাজীপুরকে নেতৃত্ব শূণ্য করেছে, অন্যদিকে একজন উদীয়মান নেতা ও তারুণ্যের প্রতীক নুরুল ইসলাম দিপুকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তর করেছেন।
জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চলনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলমগীর শিকদার লোটন, গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক শাহ্-ই-আজম, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম মিলন, নাজমা আকতার, আবু সাইদ স্বপন, নোমান মিয়া, মাহমুদা রহমান মুন্নী, হেলাল উদ্দিন হেলাল, সুমন আশরাফ, মাহমুদ আলম, এমডি মাসুম, জিএম বাবু মন্ডল, বাসেদ আলী টিু, ছাত্র নেতা মশিউর রহমান, সুলতান জিসান, হেলাল আহমেদ, শাহদাত হোসেন, নূর মোহাম্মদ, অর্নব চৌধুরী, জাকির হোসেন প্রমুখ।
মন্তব্যসমূহ