ভালুকায় ইউএনওকে সম্বর্ধনা দিয়েছে অফিসার্স ক্লাব

bhaluka 18.05বিভাগীয় পদক লাভ করায় ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদারকে সংবর্ধনা দিয়েছে অফিসার্স ক্লাব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে সফল সমন্বয় এবং জনবান্ধব দাফতরিক পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে বিভাগীয় কমিশনার সম্মাননা পদক লাভ করেন তিনি।
সম্বর্ধনা উপলক্ষ্যে বুধবার দুপুরে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল আজম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার।
উপজেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন শাহ,ভেটেরিনারী সার্জন ডাঃ মাহবুবুর রহমান, আরএমও ডাঃ মোস্তাক আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রওশন আরা, সমবায় কর্মকর্তা মন্তোষ সেন গোপ, নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা নৈমদ্দিন, অতিঃ কৃষি কর্মকর্তা ছাবিনা ইয়াসমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, সহঃ মৎস কর্মকর্তা বদিউজ্জামান, সিএ শাহিদুজ্জামান প্রমুখ।

মন্তব্যসমূহ