এইচ এম মোমিন তালুকদার-ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন , নজরুল ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন অগ্রগামী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করে কারা বরণ করেছেন বহুবার , তিনি তার লেখাদ্বারা ভারতবর্ষকে জাগ্রত করেছিলেন। নজরুকে ত্রিশালে সীমা বদ্ধতা রাখলে চলবে না,তাকে সারা দেশে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। তিনি ২৭মে শুক্রবার দুপুর ১২টাই ময়মসিংহের ত্রিশালে কবি নজরুলের ১১৭ তম জন্মবার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, নজরুল আমাদের অনুপ্রেরণা, নজরুল আমাদের চিন্তাচেতনা, নজরুল আমাদের আবেগ-অনুভূতি। জাতীয় কবি মানুষের প্রত্যেকটা জায়গা অনুভব করতে পেরেছেন। কবির লেখায় বিদ্রোহ, নারী জাগরন, ছোট শিশুদের অনুভূতি, প্রেম-ভালবাসা সবজাগায় অতুলনীয় অবদান রেখেছেন । প্রধান অতিাথ বর্তমান জঙ্গিবাদ প্রসঙ্গে বলেন, মানুষ মেরে ইসলাম প্রতিষ্ঠা করা যায়না, ইসলামে আছে যে যার মতো ধর্ম পালন বরবে। মানবতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ভালো ব্যবহার, ভালো কাজ ও মানুষের কল্যাণ করা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ -৫ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষরের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন নেছা বিউটি, আওয়ামীল নেতা নবী নেওয়াজ সরকার, উপজেলা জাপা সভাপতি সুরুজ আলী মন্ডল । অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তা ছিলেন জনপ্রশাসন মন্ত্রীর একান্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ ।
মন্তব্যসমূহ