১৪ মে জাপার সম্মেলন সফল করার আহ্বান রুহুল আমিনের


ঢাকা : আগামী ১৪ মে জাতীয় পার্টির (জাপা) অষ্টম জাতীয় সম্মেলনে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের সূর্য উদয় হবে মন্তব্য করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এ জন্য সম্মেলন সফল করার জন্য নেতাকর্মীদের সর্বাত্মকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় কাকরাইলস্থ জাপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ। আমাদের দলের মধ্যে কোনো বিভক্তি নেই, দ্বন্দ্ব নেই। আগামী দিনে জাতীয় পার্টিই হবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল নিয়ামক।’
তিনি বলেন, ‘প্রাক্তন ‘জাতীয় সৈনিক পার্টি’ কে শক্তিশালী করে তুলতে হবে। সৈনিক পার্টি জাতীয় পার্টিকে সামনে এগিয়ে যেতে শক্তি যোগাবে।’
প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মো. নিজাম উদ্দিন সরকারের অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ফখরুল ইসলাম ভূঁইয়া লিটন, জয়নাল আবেদীন প্রমুখ।
অপরদিকে, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং কেক কাটেন।

মন্তব্যসমূহ