মাত্র ৯ দিনের মধ্যে তাদের ৪ জন গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় ইনজুরির কারণে এখন আসরের বাইরে। তাই নতুন করে খেলোয়াড় নেয়ার পরিকল্পনা করছেন পুনে। সেই সুযোগে এবার আইপিএলে সুযোগ পেতে পারেন বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। ক্রিকেট ভিত্তিক ওয়েব সাইট ইএসপিএন ক্রিকইনফো এমনটাই জানিয়েছে।
ক্রিকইনফো পুনের জন্য দশ জন ক্রিকেটারের একটি তালিকা প্রকাশ করেছে। আর সে তালিকায় তামিম ইকবালের অবস্থান তিনে। আইপিএলে অন্তর্ভুক্ত হবার মতো সেই ১০ জন ক্রিকেটারের তালিকা নিম্নে দেয়া হল-
১. বেন স্টোকস (ইংল্যান্ড), ২. জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), ৩. তামিম ইকবাল (বাংলাদেশ), ৪. মাইকেল হাসি (অস্ট্রেলিয়া), ৫. ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), ৬. জো রুট (ইংল্যান্ড), ৭. গ্রান্ট ইলিয়ট (নিউজিল্যান্ড), ৮. কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), ৯. মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), ১০. কেভিন ওব্রায়ান (আয়ারল্যান্ড)
মন্তব্যসমূহ