ফেনী প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলা

ফেনী প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামসহ চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রাত ৮টার দিকে দুর্বৃত্তরা প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে। এসময় জাগো নিউজের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জাফর সেলিম ও দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান তাদের ধারালো অস্ত্রের কোপে আহত হন।

মন্তব্যসমূহ