এবারের আইপিএলের সেরা ১১ হলেন বাংলাদেশের মুস্তাফিজ

 6713
রোববার শেষ হয়ে গেল আইপিএলের নবম আসরটি। শুরু হয়ে গেছে আসরের সেরা খেলোয়াড়ের সূচি তৈরির কাজ। ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অফ ইনডিয়া ২০১৬ সালের এ আসরের সেরা ১১ জন খেলোয়াড়কে বাছাই করেছে। তার মধ্যে আছে বাংলাদেশের মুস্তাফিজসহ চার জন বিদেশি খেলোয়াড়।
চলুন এক নজরের দেখে নেয়া যাক কারা আছেন এ তালিকায় :
১. সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
২. রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।
৩. রয়েল চ্যালেঞ্জার্স দলের ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
৪. সানরাইজার্স হায়দরাবাদের যুবরাজ সিং।
৫. রয়েল চ্যালেঞ্জার্সের লোকেশ রাহুল।
৬. রয়েল চ্যালেঞ্জার্সের শেন ওয়াটসন।
৭. কলকাতা নাইট রাইডার্সের ইউসুফ পাঠান।
৮. সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার।
৯. গুজরাট লায়ন্সের ধাওয়াল কোলকার্নি।
১০. রয়েল চ্যালেঞ্জার্সের যুজভেন্দ্র চাহাল।
১১. সানরাইজার্স হায়দরাবাদের মুস্তাফিজুর রহমান।

মন্তব্যসমূহ