জাপানে শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি


টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা শেষে উপস্থিত নেতারা

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা শেষে উপস্থিত নেতারা

রেশাদ আরফিন, টোকিও থেকে : প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে আগামী ২৬ মে বৃহস্পতিবার তিন দিনের এক সরকারি সফরে জাপান আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার জাপান সফর উপলক্ষে উচ্ছ্বসিত জাপানস্থ বাংলাদেশি কমিউনিটি এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে গত শুক্রবার ২৯ এপ্রিল জাপানের রাজধানী টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সফরকালীন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

সভায় আগামী ২৯ মে জাপানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সফর এবং সংবর্ধনা সফল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানান। তিনি বলেন, এখানে নিজেদের মধ্যে যদি কোনো মতানৈক্য থেকেও থাকে তা ভুলে গিয়ে প্রবাসে আমাদের দেশের ও নিজেদের ভাবমূর্তি ফুটিয়ে তোলার জন্য একত্র হয়ে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রীকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে আগামী এক সপ্তাহের মধ্যে একটি কমিটি গঠন করার প্রস্তাব রাখেন রাষ্ট্রদূত। জাপানস্থ বাংলাদেশি কমিউনিটি নেতা তাজউদ্দিন মাহম্মুদ রবি ও আওয়ামী লীগ জাপান শাখার প্রাক্তন সভাপতি কাজী মাহফুজুর লালকে এই কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়।

সভায় টোকিওর বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। তারা হলেন ছালেহ মাহমুদ আরীফ, মাজহারুল ইসলাম মাসুম, মাসুদুর রহমান, রফিক উদ্দিন ফরাজী, এমদাদ হোসেন, বি এম. শাজাহান, খন্দকার আসলাম হীরা, বাদল চাকলাদার, আমিন রনি, হাকিম, আজিজুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এবার নিয়ে তৃতীয়বার জাপান সফর করছেন। এ ছাড়া তিনি বিরোধী দলের নেত্রী হিসেবে একবার সফর করেছেন। এবার জাপানে অনুষ্ঠিতব্য জি-সেভেন সম্মেলন উপলক্ষে বিশেষভাবে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনা জাপান সফর করবেন।



মন্তব্যসমূহ