ভালুকায় পূর্ব সত্রুতার জের হিসেবে এক প্রতিবন্ধির আধাপাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গোয়ারী গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধি ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ারী গ্রামের জনব আলীর সেখের ছেলে শারীরিক প্রতিবন্ধি ফজর আলী সেখের সাথে প্রতিবেশি হাসমত আলী গংদের জমি সংক্রন্ত বিরোধ চলে আসছিল এবং এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। এরই জের হিসেবে বৃহস্পতিবার ভোর রাতে প্রতিপক্ষ হাসমত আলী, ছাইদুল ও আজিজুলের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল গোয়ারী মৌজার ৩৭০৭ নম্বর দাগে খেতুয়া বিলে প্রতিবন্ধি ফজর আলীর ২১ শতাংশ জমির উঠতি পাকা ধান কেটে নেয়। এ ঘটনায় ওই প্রতিবন্ধির ছেলে মুঞ্জুরুল হক বাদি হয়ে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযুক্ত আজিজুল হক জানান, আমরা আমাদের ১৯ শতাংশ জমির ধান কেটে নিয়েছি।ভালুকা মডেল থানার এসআই হান্নান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কেটে নেয়া ধান একজনের জিম্মায় রেখে আসছি।
মন্তব্যসমূহ