অসুস্থ স্পিকারের পাশে প্রধানমন্ত্রী


অসুস্থ স্পিকারের পাশে প্রধানমন্ত্রী
হাসপাতালে ভর্তি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্পিকারকে দেখতে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সেখানে ২০ মিনিট অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন।

প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার রাতে উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন স্পিকার। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ভাইরাসের আক্রমণ ধরা পড়ে।

মন্তব্যসমূহ