খালেদা পাকিস্তানি এজেন্ট: জয়


ঢাকা: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘পাকিস্তানি এজেন্ট’ হিসেবে আজ আবারো অভিহিত করে বলেছেন, তিনি বাংলাদেশে নির্বাচনের জন্য পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর কাছ থেকে টাকা নেন।

জয় তার ফেসবুক পেজে লিখেছেন, ‘এর আগে বলেছিলাম, খালেদা জিয়া একজন ‘পাকিস্তানি এজেন্ট’... তিনি নির্বাচনের জন্য আইএসআই’র কাছ থেকে সবসময় টাকা নেন।’

জয় আরও বলেন, ‘বিএনপি নেত্রী যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন এবং এখন পাকিস্তান সরকার প্রকাশ্যে খালেদা জিয়ার পক্ষে কথা বলছে।’

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ মন্ত্রিপর্যায়ের এক বৈঠকে খালেদা জিয়ার পক্ষে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের একটি প্রস্তাব নাকচ হয়ে যায়। গণমাধ্যমে এ খবর প্রকাশ হওয়ার পর জয় এই মন্তব্য করেন।

কমনওয়েলথ মিনিস্টারিয়াল অ্যাকশন গ্রুপের (সিএমএজি) বৈঠকে পাকিস্তান বাংলাদেশ ইস্যু উত্থাপন করলে এতে অংশগ্রহণকারী অন্যান্য সদস্য রাষ্ট্রের অধিকাংশই তা ‘প্রত্যাখ্যান’ করে।

গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বৈঠকে বলেন, বাংলাদেশে গত সাধারণ নির্বাচন সুষ্ঠু ছিল না। বিএনপি ওই নির্বাচন বর্জন করেছিল।

আজিজ আরও বলেন, বর্তমান সরকার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৩৩টি’ মামলা হয়েছে।

গত ৯ মে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় পাকিস্তানি দূতকে ডেকে পাঠায় এবং জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের ব্যাপারে ইসলামাবাদের বিরূপ প্রতিক্রিয়ার কড়া প্রতিবাদ জানায়।

মন্তব্যসমূহ