নেপালে ঝড় ওঠালেন আশরাফুল

এখনো ঘরোয়া ক্রিকেটে ফিরেননি তার আগেই যেন আগমনী বার্তা পাঠিয়ে দিলেন এক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। নেপালে একটি আমন্ত্রণ্মূলক টুর্নামেন্ট খেলতে গিয়েই সেখানে ঝড় ওঠালেন আশরাফুল। বুঝিয়ে দিলেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। নিষেধাজ্ঞা কাটিয়ে এ বছরের আগস্টেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফেরার কথা রয়েছে আশরাফুলের। দুর্নীতির দায়ে দীর্ঘদিন ক্রিকেট থেকে বাইরে ছিলেন আশরাফুল। কিন্তু ক্রিকেট কি তাকে ছেড়েছে? আশরাফুলের খেলা দেখে অন্তত তা মনে হয় না। ‘নেপাল ওপেন’ নামক টি-টোয়েন্টি লিগের আসরে ৬টি দলের ভেতর জোসেফাইটস ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন আশরাফুল। ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বাজিমাত করলেন আশরাফুল। পোখারায় হওয়া টুর্নামেন্টের আশরাফুলের অলরাউন্ড নৈপুণ্যেই ম্যাচ জিতে নেয় জোসেফাইটস। রাংশালা ক্রিকেট গ্রাউডে নোভারটস সেভিয়র্স ১৮.৪ ওভারেই মাত্র ৭৫ রান অলআউট হয়। আশরাফুল বল হাতে ৪ ওভার বোলিং করে ১৩ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাট হাতেও ছিলেন সফল। ২৫ বলে ধুমধাড়াক্কা ব্যাটিং করে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে মাত্র ৮ ওভারেই ম্যাচ জিতে নেন আশরাফুল।

মন্তব্যসমূহ