শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: শ্রীপুরে পল্লী বিদ্যুতের জি এম’র চলন্ত গাড়ীতে গুলি করছে দূর্বৃত্তরা। এতে হতাহত হয়নি কবে ক্ষতবিক্ষত গাড়ীটি । ২৬ মে বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুতের গাড়ী চালক বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাত নামা দূর্বৃত্তদের বিরুদ্ধে জিডি করেন ।
অভিযোগে জানা গেছে, ২৫ মে রাত ১২ টার সময় পল্লী বিদ্যুতের গাজীপুর-ঘ-০২-০০৯ গাড়ী ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ জিএম এর গাড়ী ঢাকা থেকে ভালুকা যাওয়ার পথে শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের মাওনা চৌরাস্তায় ওভার ব্রীজে গাড়ী উঠলে আগে থেকে উৎপেতে থাকা অজ্ঞাতনামা দূর্বৃত্তদরা মোটর সাইকেল থেকে জিএম জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এতে গাড়ীর পিছনে ও বাম পার্শ্বে গুলি লেগে ক্ষতবিক্ষত হয়। এসময় গাড়ীর ভিতরে জিএম জাহাঙ্গীর আলম ছিল না বলে গাড়ী চালক জানায়। তিনি ঢাকা নেমে রয়েছেন । এ ব্যাপারে গাড়ীর চালক আক্রাম হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাত নামা দূর্বৃত্তদের বিরুদ্ধে জিডি করেন।
শ্রীপুর মডেল থানা অফিসার ইনর্চাজ মোস্তফা কামাল জানান, দূর্বৃত্তদের খোঁজে নেমেছে পুলিশ ।
মন্তব্যসমূহ