ঐতিহ্যবাহী ওসমান পরিবারের চতুর্থ প্রজন্ম অয়ন ওসমানের আইন পেশায় অভিষেক


স্টাফ রিপোর্টার : অবশেষে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের চতুর্থ প্রজন্মের কনিষ্ট পুরুষ অয়ন ওসমানের শিক্ষানবিশ আইনজীবী হিসাবে পথচলা শুরু হলো আজ মঙ্গলবার। প্রথম দিনে অয়ন ওসমান নারায়ণগঞ্জ আদালতে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বাসেত মজুমদারের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মক্ষেত্রে তার পদচারনা শুরু করেন। লেখাপাড়ার জীবন শেষে নিজেকে দাদা প্রয়াত ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার স্বপ্ন পূরণে নিজেকে আইনজীবী হিসেবে কর্মক্ষেত্রে যোগেদানের মাধ্যমে অয়ন ওসমান জীবন চলার নতুন পথ যাত্রা শুরু হলো। তা এই যোগদানে মঙ্গলবার  সাংবাদিকেরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে অয়ন ওসমান বলেন, আমার দাদার স্বপ্ন ছিল আমার বাবাকে (একেএম শামীম ওসমান) আইন পেশায় নিয়োজিত করবেন। কিন্তু বাবা রাজনৈতিক ব্যস্ততার কারণে আইন পেশায় নিয়োজিত হতে পারেননি। আমার বাবার কাছে শুনেছি দাদা বলেছেন তোর ছেলেকে আইন পেশায় নিয়োজিত করবি। আমার লেখাপড়ার সময় কেটেছে আমেরিকা, কানাডা ও ভারতে। কিন্তু আমি যেখানেই ছিলাম বা যা কিছুই করি আমার প্রথম স্বপ্ন নারায়ণগঞ্জ প্রথম চিন্তাও নারায়ণগঞ্জ।
সকালে অয়ন ওসমান নারায়ণগঞ্জ আদালতে প্রবেশ করেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার শুনানীতে অংশগ্রহন করেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট বাসেত মজুমদার। অ্যাডভোকেট বাসেত মজুমদারের জুনিয়র হিসেবে অয়ন ওসমান কর্মক্ষেত্রে যোগদান করেন। আদালত মামলাটি মধ্যাহ্নভোজের পর শুনানীর জন্য সময় ধার্য্য করেছেন। এরপর আদালতে অয়ন ওসমানের সঙ্গে আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী মানুষজন সেলফি তুলেন। তবে ওই সময় অয়ন ওসমান সবার সাথে ফটোসেশন ও সেলফি তোলার সময় সবার পেশা জানতে চান অয়ন ওসমান। অয়ন ওসমান নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমান ও বাংলাদেশ মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা চেয়ারম্যান সালমা ওসমান লিপির একমাত্র পুত্র।
আদালতে আসার পর বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এড. বাসেত মজুমদার ও অয়ন ওসমানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আইন পেশায় স্বাগত জানান আইনজীবীরা। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, সাধারন সম্পাদ এড. হাসান ফেরদৌস জুয়েল, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা, জেলা যুবলীগ সভাপতি এড. আবু হাসনাত মো: শহীদ বাদল প্রমুখ।
এ ব্যপারে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান কর্মজীবনে প্রবেশ ও তার এই পথচলায় যাতে সহজ সরল এবং জন কল্যাণকর হয় সেজন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, আজ আমি আনন্দিত আমাদের পরিবারের এই কনিষ্ট সদস্যদের পথচলতে আরম্ভ করায়। আর যাইহোক না কেন তাকে নিয়ে অন্তত নারায়ণগঞ্জের নোংরা রাজনীতির খেলায় অবান্তর অভিযোগ থেকে নারায়ণগঞ্জবাসীর স্বস্তি মিলবে।

মন্তব্যসমূহ