ভালুকা প্রতিনিধি: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালুকা উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ এর দলীয় চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। গত ১৮ এপ্রিল জেলা থেকে আ’লীগের চেয়ারম্যান প্রার্থীর চুড়ান্ত তালিকা কেন্দ্রে পৌঁছানো হয়ে।
জানা যায়, আ’লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ০১ নং উথুরা ইউনিয়ন মো: বজলুর রহমান বাচ্চু, ০২ নং মেদুয়ারী ইউনিয়ন সদ্যপ্রয়াত চেয়ারম্যান আনম নুরুল মউফ খান মোমেনের স্ত্রী জেসমিন নাহার রানী, ০৩ নং ভরাডোবা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহ আলম, ০৪ নং ধীতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম কামাল, ০৫ নং বিরুনীয় ইউনিয়নে সারোয়ার রব্বানী ব্রিটিশ,০৬ নং ভালুকা সদর ইউনিয়নে শিহাব আমীন খান, ০৭ নং মল্লিকবাড়ি ইউনিয়নে এসএম আকরাম হোসেন, ০৮ নং ডাকাতিয়া ইউনিয়নে সাইফুল ইসলাম, ০৯ নং কাচিনা ইউনিয়নে মশফিকুর রহমান লিটন, ১০ নং হবিরবাড়ি ইউনিয়নে মো: তোফায়েল আহমেদ বাচ্চু ও ১১ নম্বর রাজৈ ইউনিয়নে মাস্টার নুরুল ইসলাম বাদশাহ।
মন্তব্যসমূহ