নিজস্ব প্রতিবেদক,
ঢাকা: বাংলাদেশের অনেক ইতিহাসের সাক্ষী পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এই কারাগারেই ফাঁসি কার্যকর হলো জামায়াতের আমির, এক সময়ের প্রভাবশালী মন্ত্রী মতিউর রহমান নিজামীর ফাঁসি। কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর হওয়ায় এই কারাগারে আর কোনো ফাঁসি কার্যকরের সম্ভাবনা নেই বলে কারা সূত্রে জানা গেছে।
আজ যে মঞ্চে নিজামীর ফাঁসি কার্যকর করা হয় একই মঞ্চে এর আগে তার তিন সহকর্মী আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকরা হয়েছে। এই মঞ্চেই ফাঁসির রশিতে ঝুলেছেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
ঢাকা কেন্দ্রীয় কারাগার নাজিম উদ্দিন রোড থেকে কেরানীগঞ্জে সরিয়ে নেয়ার পর অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছিল নিজামীর ফাঁসি ঠিক কোথায় কার্যকর হচ্ছে? নতুন কারাগারে নয়তো? বলাবলি হচ্ছিল নিজামীকে দিয়েই নতুন কারাগারে তৈরি ফাঁসির মঞ্চের উদ্বোধন করা হতে পারে। তবে শেষ পর্যন্ত তা হয়নি।
মন্তব্যসমূহ