নেত্রকোনায় ৫দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি

নেত্রকোনা জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগেসদও উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ মাঠে ৫দিন ব্যাপী গবাদি পশুর টিকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আফতাব হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ মোস্তারী কাদেরী, মদনপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা-ই-কাদেরসহ সেবা প্রত্যাশী স্থানীয় এলাকাবাসি। জানা গেছে, ৫দিনে ইউনিয়নের গৃহপালিত সকল পশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে এবং টিকা প্রদান করা হবে। প্রাণী সম্পাদক কর্মকর্তা জানান, রমজানের পর জেলার সকল উপজেলায় এ কর্মসূচি গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ