ইয়াবা ট্যাবলেট সহ আর্জিনা খাতুন (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার মাস্টারবাড়ি সুইটমিট হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি মামুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাস্টারবাড়ি সুইটমিট হোটেলের সামনে থেকে মাদক বিক্রেতা পার্শ্ববর্তী সখিপুর উপজেলার মুচারিয়াপাথার গ্রামের সুজন মিয়ার মেয়ে আর্জিনাকে আটক করে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ সময়ের কণ্ঠস্বরকে জানান, আটককৃত আর্জিনার কাছ থেকে ১০৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে পাশের শ্রীপুর উপজেলার দর্গারচালা এলাকায় তার দুলাভাই রুহুল আমিনের সাথে থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যাবসা করে আসছিল। এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্যসমূহ