এই ছোট গাঁয়ের ছোট গৃহে
আমি যে বসবাস করি,
বনের তরুলতা জরায়ে রয়েছে
মোর সবুজ -শ্যামল বাড়ি /
আমি যে বসবাস করি,
বনের তরুলতা জরায়ে রয়েছে
মোর সবুজ -শ্যামল বাড়ি /
পাখি ডাকা ভোরে সোনালী রোদে
মোর ঘুম ভাঙিলো যখন,
আঁখী মেলে দেখি শুধু
মোর বাংলা মায়ের রূপের অবলোকন!
মোর ঘুম ভাঙিলো যখন,
আঁখী মেলে দেখি শুধু
মোর বাংলা মায়ের রূপের অবলোকন!
দখিণা দুয়ারে দাঁড়ায়ে থাকি
আমি একেলা নির্জনে,
কভু হৃদয় -মোর শিহরিয়া ওঠে
ঐ রাখাল বন্ধুর বিরহী বাঁশির টানে /
আমি একেলা নির্জনে,
কভু হৃদয় -মোর শিহরিয়া ওঠে
ঐ রাখাল বন্ধুর বিরহী বাঁশির টানে /
কভু আবার ছুটে বেড়াই
সবুজ ধানের মাঠে,
খানিক বাদে আবার শুনি
মোর মাঝি ভাই গান ধরিছে ঐ খেঁয়া -ঘাটে /
সবুজ ধানের মাঠে,
খানিক বাদে আবার শুনি
মোর মাঝি ভাই গান ধরিছে ঐ খেঁয়া -ঘাটে /
শ্যামল দেশের শ্যামলী কন্যা
এই মোর পরিচয়,
আমি জন্মেছিলাম এই বঙ্গে
মোর মরন যেন এই বঙ্গে হয়!
এই মোর পরিচয়,
আমি জন্মেছিলাম এই বঙ্গে
মোর মরন যেন এই বঙ্গে হয়!
মন্তব্যসমূহ