রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন-ভাতা বাড়াতে গতকাল বুধবার সংসদে বিল পাস হয়েছে। বিলে তাঁদের ভাতা বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে।
বিল দুটি আইনে পরিণত হলে রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার এবং প্রধানমন্ত্রীর ১ লাখ ১৫ হাজার টাকা হবে।
সংসদের কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী দ্য প্রেসিডেন্ট’স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬ ও দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬ সংসদে উত্থাপন করেন। উত্থাপনের পর বিল দুটি কণ্ঠভোটে পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে মতিয়া চৌধুরী বলেন, জাতীয় বেতন স্কেল ও দেশের আর্থসামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় বেতন-ভাতা পুনর্নির্ধারণের প্রয়োজন।
বর্তমানে রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০ এবং প্রধানমন্ত্রীর বেতন ৫৮ হাজার ৬০০ টাকা।
এ ছাড়া আগের পাট আইন বাতিল করে নতুন আইন করার প্রস্তাব করে পাট বিল ২০১৬ গতকাল সংসদে উত্থাপিত হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বিলটি উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
মন্তব্যসমূহ