ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল, এজেন্ট আটক



ভোটারের হাত থেকে ছিনিয়ে নিয়ে নৌকা প্রতিকে সিলমারা ব্যালট পেপার


লক্ষ্মীপুরে একটি ভোট কেন্দ্রে ভোটারের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা মার্কা প্রতীকে সিল মারার অভিযোগে নৌকা প্রতীকের এজেন্ট মো. শাহ আলমকে আটক করেছে পুলিশ।
 
শনিবার সকাল ৯টায় ভোট  চলাকালে কুশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুশাখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
 
আটক মো. শাহ আলম কুশাখালী ইউনিয়নের কাঠালী গ্রামের নুরুল আমিনের ছেলে।
 
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান বলেন, অবৈধভাবে ব্যালটে সিল দেয়ার দায়ে নৌকা প্রতীকের এজেন্টকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সিল দেয়া ব্যালট পেপারটি বাতিল করা হয়েছে।

মন্তব্যসমূহ