বরিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মানুষ হত্যার দায়ে জামায়াত নেতা নিজামীর যদি ফাঁসি হয়, তাহলে মানুষ পুড়িয়ে মারার দায়ে খালেদা জিয়ার বিচার ও ফাঁসি হওয়া উচিত।
জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন দাবি করে হাসানুল হক ইনু বলেন, বিএনপি এই জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে সন্ত্রাস, আগুন যুদ্ধ, গুপ্তহত্যা চালাচ্ছে। এ সবই খালেদা জিয়ার ছাতার তলে থেকে হচ্ছে। গুপ্তহত্যা, সন্ত্রাস বন্ধ করতে হলে মানুষ পুড়িয়ে মারার অপরাধে খালেদা জিয়ার বিচার করতে হবে এবং রাজনীতি থেকে খালেদা জিয়াকে উৎখাত করতে হবে।
মন্তব্যসমূহ