নিজস্ব প্রতিবেদক,
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে পাবনার সাঁথিয়ায় তার নিজ এলাকায়। ফাঁসি কার্যকরের পর আনুষ্ঠানিকতা শেষে রাত দেড়টার দিকে তার লাশবাহী অ্যাম্বুলেন্স কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার উদ্দেশে রওয়ানা করে।
ঢাকা থেকে পাবনা পুরো রাস্তায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুঁলিয়ে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ নিয়ে জামায়াতের চারজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
সাঁথিয়া উপজেলার মন্মথপুর গ্রামে নিজামীর বাড়ি। সেখানে পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের পাশে নিজামীকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার হওয়ার আগে নিজামী নিজ গ্রামে নিয়মিত আসা-যাওয়া করতেন। সে সময়ই তিনি এখানে দাফনের ওসিয়ত করেছিলেন। নিজামীর জানাজার নামাজ পড়াবেন তারই ভাতিজি জামাই স্থানীয় মাদরাসার সুপারিনটেন্ডেন্ট কারি আহম্মদুল্লাহ। নিজামীর ভাতিজা আব্দুর রহিম খান মঙ্গলবার রাত এ তথ্য জানিয়েছেন।
মন্তব্যসমূহ