এবার ক্রিকেট মাঠে খেলতে নামছেন সাংসদরা


ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও বাংলাদেশ। তবে মাশরাফি বিন মুর্তজা বনাম অ্যালিস্টার কুক নয়। এবার ক্রিকেট মাঠে খেলতে নামছেন দুই দেশের সংসদ সদস্যরা। যে প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। খেলবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।
আগামী শুক্রবার ব্যাংক অব ইংল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের বিপক্ষে বাংলাদেশি সংসদদের ম্যাচটি হবে ৩০ ওভারের। ওই ম্যাচ খেলতে ইতিমধ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের সংসদ সদস্যরা।
ম্যাচের আগে আগামীকাল ব্রিটিশ অল পার্লামেন্ট গ্রুপের আমন্ত্রণে ডিনার পার্টিতেও অংশ নেবেন দুই দেশের সাংসদরা। ম্যাচের পরদিন লর্ডসে মিডলসেক্স বনাম ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি ম্যাচ দেখার কথা রয়েছে পাপনবাহিনীর। সেখানে লাঞ্চের আমন্ত্রণও রয়েছে। এই ম্যাচ সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে রীতিমতো অনুশীলন করছেন বাংলাদেশের সাংসদরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনুশীলন করার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছেন তারা।
বাংলাদেশ সংসদ সদস্য দল
নাজমুল হাসান পাপন (অধিনায়ক), চিফ হুইপ আ.স.ম ফিরোজ, খালিদ মাহমুদ চৌধুরী, নসরুল হামিদ বিপু, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, নাঈমুর রহমান দুর্জয়, ফাহিম গোলন্দাজ বাবেল, নাইম রাজ্জাক, নুরুন্নবী চৌধুরী শাওন, মাহফুজুর রহমান মিতা, আব্দুল ওয়াদুদ দারা, আনোয়ারুল আবেদিন তুহিন, ডিউক চৌধুরী এবং ফরহাদ হোসেন দোদুল, শফিকুল ইসলাম শিমুল।

মন্তব্যসমূহ