ময়মনসিংহে শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানকে একজন দেশ প্রেমিক, সৎ, নির্ভীক, সাহসী ও দুরদর্শী রাষ্ট্র নায়ক অভিহিত করেন সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ঘনিষ্টজন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক বর্ষীয়ান রজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী

খুররম খান চৌধুরী জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রানিত হয়ে দলকে সুসংগঠিত করার জন্য দলীয় নেতাকর্মীর প্রতি আহবান জানিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতাই ঘোষনা করেননি, নিজে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন।

তিনি দেশে এক দলীয় শাসনের পরিবর্তে বহুদলী গনতন্ত্র প্রতিষ্ঠা করেন,তিনি মাত্র অল্প সময়ের মধ্যে দেশকে সম্ভবনাময় জাতি হিসেবে গড়ে তুলেন। বর্তমানে হারানো গনতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপিএবং নান্দাইল উপজেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার পৃথক আলোচনা সভা কোরআন খানি, দোয়া, মিলাদ মাহফিল ও গনভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৃথক আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের  সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। আলোচনা শেষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক বর্ষীয়ান রজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী দরিদ্রদের মাঝে খাবার বিতরন করেন।

মন্তব্যসমূহ