মহিলা সাংবাদিকদের কুৎসিত মন্তব্য করে ক্ষমা চেয়ে নেওয়াটা গেইলের স্বভাবজাত৷তার মধ্যে সবচেয়ে চর্চিত ‘ব্লাশ এপিসোড’৷মেলবোর্ন রেনেগাদেসের জার্সি গায়েই মহিলা সাংবাদিক মেল ম্যাকলাফলিনকে অশালীন মন্তব্য করেছিলেন গেইল৷গেইলকে নিয়ে সমালোচনার ঝড় উঠে গিয়েছিল ক্রিকেট মহলে৷সেই ইস্যুতেই এবার কড়া পদক্ষেপ নিল গেইলের বিবিএল ফ্র্যাঞ্চাইজি৷তারা সাফ বললেন,‘শীঘ্রই আমরা দলের আন্তর্জাতিক ক্রিকেটারদের নাম ঘোষণা করব আগামী মৌওসুমের জন্য৷কিন্তু গেইলকে টিমে নেওয়ার আমাদের কোনও পরিকল্পনা নেই৷’
ম্যাকলাফনিকে জামাইকান ক্রিকেটার আগের মৌওসুমে বলেছিলেন,‘ ম্যাচের পর আপনার সঙ্গে ড্রিংকস নিলে মন্দ হয় না৷আপনার চোখ দেখে আমি পাগল হয়ে গিয়েছি৷ডোন্ট ব্লাশ বেবি৷’যদিও এসব বলার পর একপ্রকার বাধ্য হয়েই গেইল ক্ষমা চেয়ে নেন ওই মহিলা সাংবাদিকের কাছে৷গেইল বলেন,‘ আমি মজা করেই ওনাকে বলেছিলাম কথাটা৷অসম্মান করতে চাইনি ওকে৷বুঝতে পারিনি আমার জোকটায় খারাপ লাগতে পারে৷’
মন্তব্যসমূহ